,

ThemesBazar.Com

ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষা প্রসারে শোভাযাত্রা এবং আলোচনা সভা

আজম রেহমান,সারাদিন ডেস্ক “কারিগরি শিক্ষা নিলে, দেশ বিদেশে কর্ম মিলে” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে র‌্যাালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের হয়ে টাংগন নদীর তীরে অপরাজেয় “৭১”-এ গিয়ে শেষ হয়। র‌্যালি উদ্বোধন করেন কারিগরী শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং স্কিলস এন্ড ট্রেনিং এনহান্স প্রজেক্টের (স্টেপ) প্রকল্প পরিচালক এবিএম আজাদ।
র‌্যালিতে সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউট, লাইফ লাইন পলিটেকনিক,মৃনাল কম্পিউটার একাডেমী, টেকনিকাল স্কুল এন্ড কলেজ এবং আইসিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ করেন। পরে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে “রোল অফ টেকনিকাল এডুকেশন টু এপিব এসডিজিএস” বিষয়ে স্কুল কলেজের শিক্ষক,কর্মকর্তা এবং সাংবাদিকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ঠাকুরগাও পলিটেকনিক ইন্সস্টিউট এর অধ্যক্ষ আলী আকবর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরী শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং স্কিলস এন্ড ট্রেনিং এনহান্স প্রজেক্টের(স্টেপ) প্রকল্প পরিচালক এবিএম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, সহকারি পুলিশ সুপার আবু লাইস মোঃ ইলিয়াস জিক, পিডিবির নির্বাহী প্রকৌশলী অরুনাংসু সেন এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন জালালউদ্দীন ।

ADs by Korotoa PVC Korotoa PVC Ads
ADs by Bank Asia Bank 

Asia Ads

নিচে মন্তব্য করুন

ThemesBazar.Com

     এ জাতীয় আরো খবর...