,

ThemesBazar.Com

পীরগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

সারাদিন ডেস্ক:জেলার পীরগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ এর আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়।
৫নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গুডনেইবাস্ ম্যানেজার কর্ণেল কস্তা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মো.একরামুল হক, সংবাদিক বিষ্ণু পদ রায়।, ইউপি সদস্য অহিদুর জামান, মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম, ইউপি সদস্য গাজীউর, সিপিসি সদস্য উম্মে কুলসুম, গুডনেইবার ইপি অফিসার মোশারফ হোসেন, শিশু পরিষদের সভাপতি বিকাশ রায় প্রমুখ।

ADs by Korotoa PVC Korotoa PVC Ads
ADs by Bank Asia Bank 

Asia Ads

ThemesBazar.Com

     এ জাতীয় আরো খবর...