,

ThemesBazar.Com

মালালা ইউসুফজাই পাঁচ বছর পর নিজ বাড়িতে

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই পাঁচ বছর পর শনিবার দেশটির সোয়াত উপত্যকার নিজ বাড়িতে আসেন। তালেবান হামলার শিকার হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি এ অঞ্চলে এলেন। খবর এএফপির।

মালালার সঙ্গে তার বাবা-মা ও দুই ভাইয়ের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরাও রয়েছেন এমনটাই জানান সংবাদমাধ্যমগুলো।

এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানে নিজ দেশে ফেরার স্বপ্নের কথা বলেন মালালা। সরাসরি টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে তিনি বলেন, গত ৫ বছর ধরে আমি দেশে আসার স্বপ্ন দেখেছি।

শান্তিতে নোবেল জয়ী মালালা আরও বলেন, আজ আমি খুবই আনন্দিত। আমি সাড়ে পাঁচ বছর পর আবার আমার দেশের মাটিতে পা রাখতে পেরেছি।

প্রসঙ্গত, তালেবান জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হয়ে ২০১২ সালে পাকিস্তান ছাড়েন শান্তিতে নোবেলজয়ী মালালা।

ADs by Korotoa PVC Korotoa PVC Ads
ADs by Bank Asia Bank 

Asia Ads

নিচে মন্তব্য করুন

ThemesBazar.Com

     এ জাতীয় আরো খবর...