,

ThemesBazar.Com

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ দুর্নীতির অভিযোগে ওএসডি

আজম রেহমান,সারাদিন ডেস্ক: দুর্নীতির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, সম্প্রতি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবি তুলে শিক্ষক শিক্ষার্থী-শিক্ষার্থী ও কর্মচারীরা। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালাও ঝুলানো হয়েছিল। এ নিয়ে কলেজে অনেকটা অচলাবস্থা দেখা দেয়। স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। অব্যাহত আন্দোলনের মুখে গত মাসে মাউশির পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটির তদন্তের পর সুপারিশের ভিত্তিতে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়ার ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাককে শিক্ষা অধিদফতরের অফিসে ওএসডি করা হয়েছে।

এ বিষয়ে ড. আব্দুল লতিফ মিয়ার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

ADs by Korotoa PVC Korotoa PVC Ads
ADs by Bank Asia Bank 

Asia Ads

ThemesBazar.Com

     এ জাতীয় আরো খবর...