ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আগমনে উপলক্ষে নিরাপত্তার চাদরে ঠাকুরগাঁও

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সফরে যাবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহর সজ্জিত করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও শহর নয়, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও হাট বাজারে প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের ছোয়া লেগেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে ঠাকুরগাঁও। পুলিশ, র্যাব ও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুরো শহরজুড়ে তৈরি করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যা। পুলিশের নিয়মিত রাত্রিকালীন অভিযান আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জনসভাকে ঘিরে সভাস্থলের আশপাশের বিভিন্ন সংযোগ সড়কে যানবাহন চলাচলে নির্দেশনাও দিয়েছে ঠাকুরগাঁও আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টার বেলা সাড়ে ১১টায় বিজিবির সেক্টর মাঠে অবতরণ করবে। ৩টা পর্যন্ত কয়েকটি স্থাপনা উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি বড় মাঠে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, আমরা ১৭ বছর পর প্রধানমন্ত্রীকে বরণ করতে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের জন্য নেতাকর্মীরা নিরলস কাজ করছে।

জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আগমনে উপলক্ষে নিরাপত্তার চাদরে ঠাকুরগাঁও

আপডেট টাইম ০৭:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সফরে যাবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহর সজ্জিত করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও শহর নয়, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও হাট বাজারে প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের ছোয়া লেগেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে ঠাকুরগাঁও। পুলিশ, র্যাব ও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুরো শহরজুড়ে তৈরি করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যা। পুলিশের নিয়মিত রাত্রিকালীন অভিযান আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জনসভাকে ঘিরে সভাস্থলের আশপাশের বিভিন্ন সংযোগ সড়কে যানবাহন চলাচলে নির্দেশনাও দিয়েছে ঠাকুরগাঁও আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টার বেলা সাড়ে ১১টায় বিজিবির সেক্টর মাঠে অবতরণ করবে। ৩টা পর্যন্ত কয়েকটি স্থাপনা উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি বড় মাঠে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, আমরা ১৭ বছর পর প্রধানমন্ত্রীকে বরণ করতে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের জন্য নেতাকর্মীরা নিরলস কাজ করছে।

জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।