ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২০ জনকে কারাদন্ড

সারাদিন ডেস্ক : রাজধানীর লালবাগ ও চকবাজারের ইসলামবাগে র‍্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে বুধবার (২০ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (২১ জুন) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আটকৃতদের এ কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান জানান, রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ, পোস্তা মোড়, রহিমবক্স লেনসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুবেল (২৭), রাজু (২৯), সাইফুল ইসলাম সুমন (২৭), মোস্তাক (৫০) এবং রেজাউল করিমকে (২২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে উদ্ধারকৃত ৩৪ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরো জানান, অপর একটি অভিযানে ইসলামবাগ এলাকায় রুবেল (২৫), শফিকুর রহমান (৫৩), আব্দুল জলিল (৩৫), শাহাজুদ্দিন (২২), মাহমুদ হাসান (১৮), মিন্টু (৩২), সোহেল আহম্মেদ (২২), হৃদয় হোসেন (১৯), রুবেল হোসেন (২২), আমিনুল ইসলাম ওরফে হৃদয় (১৮), লিটন মিয়া (২৫), ইসমাইল (২৪), পারভেজ (৩৮), সুমন (৩৪) এবং হাসানকে (২৬) আটকের পর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৯০০ গ্রাম গাঁজা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

 

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২০ জনকে কারাদন্ড

আপডেট টাইম ০৪:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

সারাদিন ডেস্ক : রাজধানীর লালবাগ ও চকবাজারের ইসলামবাগে র‍্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে বুধবার (২০ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (২১ জুন) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আটকৃতদের এ কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান জানান, রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ, পোস্তা মোড়, রহিমবক্স লেনসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুবেল (২৭), রাজু (২৯), সাইফুল ইসলাম সুমন (২৭), মোস্তাক (৫০) এবং রেজাউল করিমকে (২২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে উদ্ধারকৃত ৩৪ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরো জানান, অপর একটি অভিযানে ইসলামবাগ এলাকায় রুবেল (২৫), শফিকুর রহমান (৫৩), আব্দুল জলিল (৩৫), শাহাজুদ্দিন (২২), মাহমুদ হাসান (১৮), মিন্টু (৩২), সোহেল আহম্মেদ (২২), হৃদয় হোসেন (১৯), রুবেল হোসেন (২২), আমিনুল ইসলাম ওরফে হৃদয় (১৮), লিটন মিয়া (২৫), ইসমাইল (২৪), পারভেজ (৩৮), সুমন (৩৪) এবং হাসানকে (২৬) আটকের পর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৯০০ গ্রাম গাঁজা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।