ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ৩

 স্টাফ করেসপন্ডেন্ট : রাজধানীর রমনায় ১২ বছরের শাওন নামের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ইকবাল, তামান্না খান ও তানজিলুর রহমান নামের তিন জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে নির্যাতিতা শিশু গৃহকর্মীকে উদ্ধারও করা হয়। বৃহস্পতিবার দুপুরের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জরুরী সেবা নাম্বার ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে রমনা থানাধীন ইস্কাটন গার্ডেন এলাকার মো. ইকবালের বাসা থেকে বুধবার রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার ও তিন জনকে আটক করে পুলিশ। কিন্তু গৃহকর্তা ইকবাল পলাতক রয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল ও তার পরিবারের সদস্যরা ওই গৃহকর্মীকে নানা ভাবে নির্যাতন করছিল। নির্যাতনের বিষয়টি বুঝতে পেরে ইস্কাটন এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা নাম্বার ‘৯৯৯’ এ কল করে বিষয়টি জানান। পরবর্তীতে জরুরী সেবার মাধ্যমে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই বাড়ী থেকে ৩ জনকে আটক করে এবং গৃহকর্মীকে উদ্ধার করে। এ বিষয়ে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, ওই গৃহকর্মীকে মো. ইকবাল, তার স্ত্রী তামান্না ও ভাগ্নে তানজিল নানাভাবে নির্যাতন করতেন বলে জাতীয় জরুরী সেবার মাধ্যমে জানতে পেরে তিন জনকে আটক করা হয়েছে এবং শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। ঊদ্ধার হওয়া গৃহকর্মীর শরীরের আঘাতের চিহ্ন দেখেই নির্যাতনের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, আটকৃত তিন জন হলেন, ইকবাল (গৃহকর্তার শ্যালক), তার স্ত্রী তামান্না খান ও তানজিলুর রহমান (ইকবালের ভাগ্নে ও গৃহকর্তার ছেলে)। তবে গৃহকর্তা এখনো পলাতক রয়েছেন। ওসি আরো বলেন, শাওনের হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শারীরিক অবস্থাও ভালো নয়। শাওনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরদিকে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ৩

আপডেট টাইম ০৪:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

 স্টাফ করেসপন্ডেন্ট : রাজধানীর রমনায় ১২ বছরের শাওন নামের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ইকবাল, তামান্না খান ও তানজিলুর রহমান নামের তিন জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে নির্যাতিতা শিশু গৃহকর্মীকে উদ্ধারও করা হয়। বৃহস্পতিবার দুপুরের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জরুরী সেবা নাম্বার ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে রমনা থানাধীন ইস্কাটন গার্ডেন এলাকার মো. ইকবালের বাসা থেকে বুধবার রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার ও তিন জনকে আটক করে পুলিশ। কিন্তু গৃহকর্তা ইকবাল পলাতক রয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল ও তার পরিবারের সদস্যরা ওই গৃহকর্মীকে নানা ভাবে নির্যাতন করছিল। নির্যাতনের বিষয়টি বুঝতে পেরে ইস্কাটন এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা নাম্বার ‘৯৯৯’ এ কল করে বিষয়টি জানান। পরবর্তীতে জরুরী সেবার মাধ্যমে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই বাড়ী থেকে ৩ জনকে আটক করে এবং গৃহকর্মীকে উদ্ধার করে। এ বিষয়ে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, ওই গৃহকর্মীকে মো. ইকবাল, তার স্ত্রী তামান্না ও ভাগ্নে তানজিল নানাভাবে নির্যাতন করতেন বলে জাতীয় জরুরী সেবার মাধ্যমে জানতে পেরে তিন জনকে আটক করা হয়েছে এবং শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। ঊদ্ধার হওয়া গৃহকর্মীর শরীরের আঘাতের চিহ্ন দেখেই নির্যাতনের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, আটকৃত তিন জন হলেন, ইকবাল (গৃহকর্তার শ্যালক), তার স্ত্রী তামান্না খান ও তানজিলুর রহমান (ইকবালের ভাগ্নে ও গৃহকর্তার ছেলে)। তবে গৃহকর্তা এখনো পলাতক রয়েছেন। ওসি আরো বলেন, শাওনের হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শারীরিক অবস্থাও ভালো নয়। শাওনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরদিকে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।