ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈল পৌরসভার ড্রেনের কাজ উদ্ধোধন

খুরশিদ আলম শাওন রানীশংকৈলঃ-সামান্য বৃষ্টিতেই মহাসড়ক জুড়ে পানি এছাড়াও ড্রেন না থাকায় পৌর শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবসহ নানান সমস্যার সৃষ্টি হয়। তাই পৌরবাসীর র্দীঘ দিনের দাবীর প্রেক্ষিতে। জাপান বাংলাদেশ কো অপারেশন(জাইকার) অর্থায়ানে। গতকাল বুধবার ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরসভার বন্দর পাইলট স্কুল রাস্তা সংলগ্ন আর সিসি মাষ্টার প্লান ড্রেনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওর্য়াড কাউন্সিলর মাইদুল ইসলাম সাবেক শিক্ষক মোকসেদ আলী,উপ-সহকারী ভুমি কর্মকর্তা সোলায়মান আলী মিউনিসিপাল প্রকৌশলী রাশেদুল আলম উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মহসিন আলী ঠিকাদারের পক্ষে হেলালউদ্দীনসহ প্রমূখ।
পৌরসভা সুত্রে জানা যায়,পৌর শহরের চাদনী এলাকা থেকে বন্দর কুলিক নদী ব্রীজ প্রর্যন্ত জাপান বাংলাদেশ কো-অপারেশন(জাইকার) অর্থায়ানে মোট প্রায় দুই কোটি বিশ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ হবে মোট এগারোশত আশি মিটার। এ নির্মাণ কাজটি দুই ভাগে টেন্ডার হয়ে দুজন ঠিকাদার নিয়োগ হয়। এর মধ্যে বোদা পঞ্চগড়ের ঠিকাদার প্রতিষ্ঠান এম এইচ করপোরেশন পান আটশত পয়ত্রিশ মিটার যার অনুকুলে ব্যয় ধরা হয়েছে এক কোটি পচাত্তর লাখ ঠাকুরগায়ের ঠিকাদার প্রতিষ্ঠান এস এম মঈন পান তিন শত পয়তাল্লিশ মিটার যার অনুকুলে ব্যয় ধরা হয়েছে পয়তাল্লিশ লাখ টাকা। উদ্ধোধনের পূর্বে মুনাজাত করে দোয়া করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

রানীশংকৈল পৌরসভার ড্রেনের কাজ উদ্ধোধন

আপডেট টাইম ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮

খুরশিদ আলম শাওন রানীশংকৈলঃ-সামান্য বৃষ্টিতেই মহাসড়ক জুড়ে পানি এছাড়াও ড্রেন না থাকায় পৌর শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবসহ নানান সমস্যার সৃষ্টি হয়। তাই পৌরবাসীর র্দীঘ দিনের দাবীর প্রেক্ষিতে। জাপান বাংলাদেশ কো অপারেশন(জাইকার) অর্থায়ানে। গতকাল বুধবার ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরসভার বন্দর পাইলট স্কুল রাস্তা সংলগ্ন আর সিসি মাষ্টার প্লান ড্রেনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওর্য়াড কাউন্সিলর মাইদুল ইসলাম সাবেক শিক্ষক মোকসেদ আলী,উপ-সহকারী ভুমি কর্মকর্তা সোলায়মান আলী মিউনিসিপাল প্রকৌশলী রাশেদুল আলম উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মহসিন আলী ঠিকাদারের পক্ষে হেলালউদ্দীনসহ প্রমূখ।
পৌরসভা সুত্রে জানা যায়,পৌর শহরের চাদনী এলাকা থেকে বন্দর কুলিক নদী ব্রীজ প্রর্যন্ত জাপান বাংলাদেশ কো-অপারেশন(জাইকার) অর্থায়ানে মোট প্রায় দুই কোটি বিশ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ হবে মোট এগারোশত আশি মিটার। এ নির্মাণ কাজটি দুই ভাগে টেন্ডার হয়ে দুজন ঠিকাদার নিয়োগ হয়। এর মধ্যে বোদা পঞ্চগড়ের ঠিকাদার প্রতিষ্ঠান এম এইচ করপোরেশন পান আটশত পয়ত্রিশ মিটার যার অনুকুলে ব্যয় ধরা হয়েছে এক কোটি পচাত্তর লাখ ঠাকুরগায়ের ঠিকাদার প্রতিষ্ঠান এস এম মঈন পান তিন শত পয়তাল্লিশ মিটার যার অনুকুলে ব্যয় ধরা হয়েছে পয়তাল্লিশ লাখ টাকা। উদ্ধোধনের পূর্বে মুনাজাত করে দোয়া করা হয়।