ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে টার্পেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালকের চালকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ঠাকুরগাঁও জেলা আ.লীগের সভাপতি হলেন বাবলু স্বাধীনতার ৫৩ বছরেও ঠাকুরগাঁওয়ে শহীদ জায়া’রা ভিক্ষাবৃত্তি করে পীরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পীরগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালী পীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ছাদে অবৈধ রেস্তোরাঁ, সিলিন্ডারে লিকেজ: ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা অকটেনে ৪ টাকা, পেট্রোলে ৩ টাকা, ডিজেলে ৭৫ পয়সা কমল মজুতদারি-কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে সিআইডির ১২ টিম

ঠাকুরগাঁওয়ে আক্রান্ত এক যুবক সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন আরেকজন ২য় বার পজেটিভ

আজম রেহমান,ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে ১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং অপর জন পরীক্ষায় ২য় বার পজেটিভ হয়েছেন। জেলার পীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত এক যুবক সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন অন্যদিকে হরিপুরে রংপুর মেডিকেলে ১ম করোনা সনাক্ত ৩ জনের মধ্যে অপরজন হরিপুর উপজেলার এক যুবক ২য় বার করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। তবে প্রথম আক্রান্ত সেই দু’জনের অবস্থা এখন অনেকটা স্থিতিশীল এবং শীঘ্রই আবার তাদের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার রাতে টেলিফোনে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, আগের দিন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই যুবককে ছাড়পত্র দেয়া হয়, কারণ ঐ যুবকের ২য় বারের নমুনা পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ ফলাফল আসে। এদিকে গত ২০ এপ্রিল সোমবার হরিপুরে আক্রান্ত ব্যক্তিকে দৃশ্যত অনেকটা সুস্থ্য দেখতে পেয়ে তার নমুনা নতুনভাবে সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরের দিন মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে তার নমুনা পরীক্ষার ফলাফল পুনরায় পজেটিভ আসে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো: মনিরুজ্জামান বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথম যে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন সেই দুজনের মধ্যে একজনের নমুনা পুনরায় পাঠানো হলে এই রিপোর্টেও সেই ব্যক্তির পজেটিভ রেজাল্ট আসে। গত ১১ এপ্রিল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের ২২ বছরের ওই যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “গত ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত যুবকের নমুনা আবার সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এজন্য তাকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়।”
সিভিল সার্জন বলেন, “ওই যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব। তার পরিবারের পাঁচজন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল, তবে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।“
এদিকে বুধবার তৃতীয় বারের মত ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত সে বাড়িতে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকবে বলে জানান সিভিল সার্জন। ১ জনের ফলাফল পজেটিভ আসলেও জেলায় প্রথম আক্রান্ত হরিপুরের অপর দুইজনের অবস্থাও স্থিতিশীল বলে জানান সিভিল সার্জন।
জেলা স্বাস্থ্যবিভাগ জানায়,ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত জেলা থেকে ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে এবং ২৭৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে করোনাভাইরাসে সাতজন আক্রান্ত হয়েছে। এরমধ্যে একজন সুস্থ্ হয়েছেন। বাকি ৫ জনের অবস্থাও অনেকটা স্থিতিশীল। কেবল রংপুর মেডিকেল আইসুলেশনে চিকিৎসাধীন গর্ভবতী মহিলার অবস্থা কিছুটা জটিল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে টার্পেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে আক্রান্ত এক যুবক সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন আরেকজন ২য় বার পজেটিভ

আপডেট টাইম ০৬:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

আজম রেহমান,ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে ১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং অপর জন পরীক্ষায় ২য় বার পজেটিভ হয়েছেন। জেলার পীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত এক যুবক সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন অন্যদিকে হরিপুরে রংপুর মেডিকেলে ১ম করোনা সনাক্ত ৩ জনের মধ্যে অপরজন হরিপুর উপজেলার এক যুবক ২য় বার করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। তবে প্রথম আক্রান্ত সেই দু’জনের অবস্থা এখন অনেকটা স্থিতিশীল এবং শীঘ্রই আবার তাদের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার রাতে টেলিফোনে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, আগের দিন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই যুবককে ছাড়পত্র দেয়া হয়, কারণ ঐ যুবকের ২য় বারের নমুনা পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ ফলাফল আসে। এদিকে গত ২০ এপ্রিল সোমবার হরিপুরে আক্রান্ত ব্যক্তিকে দৃশ্যত অনেকটা সুস্থ্য দেখতে পেয়ে তার নমুনা নতুনভাবে সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরের দিন মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে তার নমুনা পরীক্ষার ফলাফল পুনরায় পজেটিভ আসে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো: মনিরুজ্জামান বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথম যে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন সেই দুজনের মধ্যে একজনের নমুনা পুনরায় পাঠানো হলে এই রিপোর্টেও সেই ব্যক্তির পজেটিভ রেজাল্ট আসে। গত ১১ এপ্রিল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের ২২ বছরের ওই যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “গত ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত যুবকের নমুনা আবার সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এজন্য তাকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়।”
সিভিল সার্জন বলেন, “ওই যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব। তার পরিবারের পাঁচজন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল, তবে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।“
এদিকে বুধবার তৃতীয় বারের মত ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত সে বাড়িতে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকবে বলে জানান সিভিল সার্জন। ১ জনের ফলাফল পজেটিভ আসলেও জেলায় প্রথম আক্রান্ত হরিপুরের অপর দুইজনের অবস্থাও স্থিতিশীল বলে জানান সিভিল সার্জন।
জেলা স্বাস্থ্যবিভাগ জানায়,ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত জেলা থেকে ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে এবং ২৭৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে করোনাভাইরাসে সাতজন আক্রান্ত হয়েছে। এরমধ্যে একজন সুস্থ্ হয়েছেন। বাকি ৫ জনের অবস্থাও অনেকটা স্থিতিশীল। কেবল রংপুর মেডিকেল আইসুলেশনে চিকিৎসাধীন গর্ভবতী মহিলার অবস্থা কিছুটা জটিল।