ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টিকে রইলো বিশ্বকাপের আকর্ষন

স্টাফ করেসপন্ডেন্ট ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ মানেই অনেক হলেও আমাদের দেশে এর মূল আকর্ষন ব্রাজিল-আর্জেন্টিনা। আর্জেন্টিনার মত বিশ্ব ফুটবলের বড় বড় দলগুলো ইতোমধ্যেই নিজ দেশ পানে চলে গেছে। ফেভারিট দলগুলোর বিদায়ে অনেকটা আমেজ হারাতে বসেছিল ৪ বছর পর হওয়া ৩২টি দেশের ফুটবল লড়াই। অনেক অঘটন ও ইতিহাস গড়ার রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে সোমবার ছিল ব্রাজিলের খেলা। তাইতো ব্রাজিল সমর্থকদের কিছু দুশ্চিন্তাতো ছিলোই। পাশাপাশি যাদের প্রিয় দল বাদ পড়েছে তারাও শংকায় ছিলো, অন্যদলের মতো, পাচবারের বিশ্ব চ্যাম্পিয়ানরাও ২য় পর্ব থেকে বিদায় নিবে নাকি। তবে সবার আশংকার মত মেক্সিকোকে ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে কোয়াটার ফাইনাল নিশ্চত করেছে নেইমারে ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থন করেন আবু সালেহ। পুরান ঢাকায় বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বন্ধুদের সঙ্গে দেখছিলেন ব্রাজিলের খেলা। তিনি নতুন সময়কে বলেন, বিশ্বকাপ তো প্রতি বছর হয় না। তাই এটার আমেজও ভিন্ন। আমার দল বিদায় নিয়েছে। তাই বলে তো ব্রাজিল বিদায় নিক এমনটা চাইবো না। নেইমারের দারুন পারর্ফমে মেক্সিকো হারানো ব্রাজিলের জয়ের পর সালেহ বলেন, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগালের মত সব বড় দলগরলো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ব্রাজিলও যদি হারতো তাহলে বিশ্বকাপের আকর্ষনটাই চলে যেতো। ব্রাজিল থাকা ফুটবল বিশ্বকাপের আমেজ থাকবে। এমন আরও কয়েকজন ফুটবল প্রেমীর সঙ্গে কথা হলে তারাও একই ধরনের কথা বলছেন। তারা বলেন, ব্রাজিলের কারনে আমাদের দেশে থাকবে বিশ্বকাপ ফুটবলের আমেজ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

টিকে রইলো বিশ্বকাপের আকর্ষন

আপডেট টাইম ১১:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮

স্টাফ করেসপন্ডেন্ট ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ মানেই অনেক হলেও আমাদের দেশে এর মূল আকর্ষন ব্রাজিল-আর্জেন্টিনা। আর্জেন্টিনার মত বিশ্ব ফুটবলের বড় বড় দলগুলো ইতোমধ্যেই নিজ দেশ পানে চলে গেছে। ফেভারিট দলগুলোর বিদায়ে অনেকটা আমেজ হারাতে বসেছিল ৪ বছর পর হওয়া ৩২টি দেশের ফুটবল লড়াই। অনেক অঘটন ও ইতিহাস গড়ার রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে সোমবার ছিল ব্রাজিলের খেলা। তাইতো ব্রাজিল সমর্থকদের কিছু দুশ্চিন্তাতো ছিলোই। পাশাপাশি যাদের প্রিয় দল বাদ পড়েছে তারাও শংকায় ছিলো, অন্যদলের মতো, পাচবারের বিশ্ব চ্যাম্পিয়ানরাও ২য় পর্ব থেকে বিদায় নিবে নাকি। তবে সবার আশংকার মত মেক্সিকোকে ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে কোয়াটার ফাইনাল নিশ্চত করেছে নেইমারে ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থন করেন আবু সালেহ। পুরান ঢাকায় বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বন্ধুদের সঙ্গে দেখছিলেন ব্রাজিলের খেলা। তিনি নতুন সময়কে বলেন, বিশ্বকাপ তো প্রতি বছর হয় না। তাই এটার আমেজও ভিন্ন। আমার দল বিদায় নিয়েছে। তাই বলে তো ব্রাজিল বিদায় নিক এমনটা চাইবো না। নেইমারের দারুন পারর্ফমে মেক্সিকো হারানো ব্রাজিলের জয়ের পর সালেহ বলেন, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগালের মত সব বড় দলগরলো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ব্রাজিলও যদি হারতো তাহলে বিশ্বকাপের আকর্ষনটাই চলে যেতো। ব্রাজিল থাকা ফুটবল বিশ্বকাপের আমেজ থাকবে। এমন আরও কয়েকজন ফুটবল প্রেমীর সঙ্গে কথা হলে তারাও একই ধরনের কথা বলছেন। তারা বলেন, ব্রাজিলের কারনে আমাদের দেশে থাকবে বিশ্বকাপ ফুটবলের আমেজ।