আজম রেহমান,ষ্টাফরিপোর্টার:: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার আল-হাসানা স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষকরা। সোমবার ফিলিস্তিনি যুবকের ডাকা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান এ সাড়া দিয়ে কতৃপক্স স্কুল বন্ধ ঘোষনা করে প্রতিবাদ মিছিল নিেয় শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ইত্তাশামুল হক মিম, প্রধান শিক্সক মো: রাশেদুল ইসলাম, সাবেক এমপি উপজেলা বিএনপি’র সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, স্কুলের শিক্সার্থী রাব্বী, মাহফুজ। বক্তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ সহ ইসরায়লী পন্য বর্জনের অঙ্গিকার করেন। সভায় ২ শহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে স্থানীয় নর্থ পয়েন্ট স্কুল ও কলজের শিক্ষার্থীরাও িএকই স্থানে অনুরুপ কমৃসূচী পালন করে বলে জানা গেছে।
গাজায় গনহত্যার প্রতিবাদে ঠাকুরগায়ের পীরগঞ্জে আল-হাসানার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন প্রতিবাদসভা
-
সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ২ বার