ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এর পর দেশটি রোববার একটি ‘খুব দুঃখজনক ও কঠিন সকাল’ পার করছে। হারজগ সামাজিক যোগাযোগমাধ্য এক্সে দেয়া এক বার্তায় বলেন, তিনি এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি হামলা’ হিসেবে বর্ণনা করছেন। আহতদের দ্রুত সুস্থতা ও নিখোঁজদের নিরাপদে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন। এর আগে জানানো হয়েছিল, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে হামলার পর অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়। হারজগ বলেন, এই শোকের মুহূর্তে পুরো জাতি একসাথে দাঁড়িয়েছে। আমরা আমাদের নাগরিকদের পাশে আছি, যারা আজ (রোববার) সকালে ভীষণ বেদনা ও ক্ষতির মধ্যে পড়েছেন।
সংবাদ শিরোনাম
প্রেসিডেন্ট হারজগ ‘ভয়াবহ ক্ষতি’তে শোকার্ত দেশ, খুব দুঃখজনক ও কঠিন সকাল পার করছে ইসরাইল
-
সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- ৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ