ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা চৌধুরী আলম, অনুসন্ধানী প্রতিবেদনে যা জানা গেলো সরকারের ভেতরে সরকার ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয় পীরগঞ্জে হুসেইন মুহাম্মদ এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ সোহাগ কিলিং মিশন রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও সংকটে বাংলাদেশ, ইউনূস কী করবেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন পাল্টাপাল্টি অভিযোগ, ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ঠাকুরগাঁয়ের মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত পীরগঞ্জে ১১০ শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিভাগের নারিকেলের চারা বিতরণ

ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে মিসরসহ ২১ মুসলিম দেশের একযোগে নিন্দা

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের ২১টি দেশ। যুদ্ধের বিরুদ্ধে এই বিরল সংহতি প্রকাশ করে তারা শুধু নিন্দাই নয়, বরং দ্রুত যুদ্ধবিরতি ও পারমাণবিক নিরস্ত্রীকরণেরও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিসরও এই বিবৃতিতে অংশ নিয়েছে।

এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সোমবার (১৬ জুন), এক খোলা চিঠির মাধ্যমে। এতে জানানো হয়, ইরান-ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি শুধু ওই দুই দেশের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকিস্বরূপ। এর ফলে একটি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। দেশগুলো এই প্রেক্ষাপটে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়, “এই সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চল অস্থিরতার মধ্যে পড়বে। আমরা চাই একটি পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং এজন্য সব দেশ যেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (NPT)-তে স্বাক্ষর করে।”

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আমরা ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানাই এবং একই সঙ্গে ইরানকেও আহ্বান জানাই, যেন তারা উত্তেজনা না বাড়ায়। আমাদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ৩০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার মানুষ। এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়নি।

এই অবস্থায়, মুসলিম বিশ্বের ২১টি দেশের একযোগে যুদ্ধবিরতির আহ্বান নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা। এতে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশও এখন শান্তির পক্ষে একত্রিত হতে শুরু করেছে। তথ্যসূত্র : আল-জাজিরা

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

১৫ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা চৌধুরী আলম, অনুসন্ধানী প্রতিবেদনে যা জানা গেলো

ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে মিসরসহ ২১ মুসলিম দেশের একযোগে নিন্দা

আপডেট টাইম ১০:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের ২১টি দেশ। যুদ্ধের বিরুদ্ধে এই বিরল সংহতি প্রকাশ করে তারা শুধু নিন্দাই নয়, বরং দ্রুত যুদ্ধবিরতি ও পারমাণবিক নিরস্ত্রীকরণেরও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিসরও এই বিবৃতিতে অংশ নিয়েছে।

এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সোমবার (১৬ জুন), এক খোলা চিঠির মাধ্যমে। এতে জানানো হয়, ইরান-ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি শুধু ওই দুই দেশের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকিস্বরূপ। এর ফলে একটি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। দেশগুলো এই প্রেক্ষাপটে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়, “এই সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চল অস্থিরতার মধ্যে পড়বে। আমরা চাই একটি পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং এজন্য সব দেশ যেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (NPT)-তে স্বাক্ষর করে।”

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আমরা ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানাই এবং একই সঙ্গে ইরানকেও আহ্বান জানাই, যেন তারা উত্তেজনা না বাড়ায়। আমাদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ৩০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার মানুষ। এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়নি।

এই অবস্থায়, মুসলিম বিশ্বের ২১টি দেশের একযোগে যুদ্ধবিরতির আহ্বান নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা। এতে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশও এখন শান্তির পক্ষে একত্রিত হতে শুরু করেছে। তথ্যসূত্র : আল-জাজিরা