ঠাকুরগাঁও প্রতিনিধি:: জেলার পীরগঞ্জ উপজেলায় শত্রুতামূলকভাবে গভীররাতে আগুন দিয়ে বাড়ী-ঘর ভষ্মিভ’ত করার অভিযোগে পীরগঞ্জ থানায় সোমবার ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার রনশিয়া পাঠানপাড়ার জিয়াউর রহমানের বাড়ীঘরে ১৯ এপ্রিল রাতে প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে আগুন দিলে তার আধাপাকা টিনসেডের ৩ টি শয়নকক্ষ, ২টি গরুর ঘর, ১ টি মালখানা ও ১টি রান্নাঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ভষ্মিতভূত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন পৌছার আগেই বাড়ীঘর পুড়ে যায়। এতেকরে জিয়াউর রহমানের প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয় বলে তিনি জানান। এদিকে অগ্নিকান্ডের ঘটনার আগে গত ১৮ এপ্রিল রাত ৮টা দিকে জিয়াউরের ৩ ভাতিজা পাশ্ববর্তী চৌরঙ্গি বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের সজিব, লিটন, মাজেদ ও মশিউর কতৃক পথরোধ করে আটক ও মারপিটের শিকার হয়ে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে জিয়াউরের স্ত্রী মেরিনা আক্তার বাদি হয়ে সজিব খান, লিটন, মশিউর, মাজেদ সহ ১৩ জনের বিরুদ্ধে গত ২০ এপ্রিল রাতে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে। এজাহারের প্রেক্ষিতে থানার সেকেন্ড অফিসার এসআই আবু তালেব ঘটনাস্থল পরিদর্শন করলেও তালেব ঘটনাস্থল পরিদর্শন করলেও ২২ এপ্রিল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এতদ সংক্রান্ত কোন মামলা রুজু হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ প্রদিপ কুমার রায় বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যব্স্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আগুন দিয়ে বাড়ী ঘর জালিয়ে দেয়ার অভিযোগ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৩:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- ১০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ