ঠাকুরগাঁও প্রতিনিধি:: ধান গম ভুট্টা মাড়াই ও শুকানোর মাধ্যমে ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়ককে মৃত্যুফাঁদে পরণিত করার প্রতবিাদে মানববন্ধন র্কমসূচি পালন করছেে স্বাধীন সমাজ কল্যাণ পরষিদ নামে একটি সংগঠন। বৃহস্পতবিার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন র্কমসূচি পালন করা হয়।
স্বাধীন সমাজ কল্যাণ পরষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ড.টিএম মাহবুবুর রহমান, খোরশেদ আলম, মামুন আক্তার সবুর, সাংবাদিক হারুন অর রশিদ,শ্রমিক নেতা দবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা সম্প্রতি এ কারণে ট্রাক-বাস সংর্ঘষে ৪ যাত্রী নিহত হওয়ার ঘটনায় এ র্কমকাণ্ডকে ‘মানুষ মারার ফাঁদ” হিসেবে উল্লেখ করে অচিরেই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাওয়ে ধান-গম-ভুট্টা মাড়াই ও শুকানোর মাধ্যমে মহাসড়ককে মৃত্যুফাঁদে পরণিত করার প্রতবিাদে মানববন্ধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- ১০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ