পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি::জেলার পীরগঞ্জ উপজেলায় বেসরকারী সংস্থা ইএসডিও’র পিপিইপিপি প্রকল্প বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে এক আলোচনা সভা অফিসের হলরুমে ৮ জুন দুপুরে অনুষ্টিত হয়।
সভায় পাথওযেজ টু প্রসপারেটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার(লাইভলিহুড) বাবু অনুপ কুমার দাস প্রকল্প্রে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং উপজেলার ৩ টি ইউনিয়ওে এই প্রকল্পের আওতাভুক্ত সেবাগ্রহীতাদের তথ্য উপস্থাাপন করেন। পরে বিষয়ের উপর বিষদ আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মো. সোহেল রানা। সভায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা(সম্প্রসারন) আহসান হাবীব, প্রানিস্বাস্থ্য কর্মকর্তা এম আজম, কৃত্রিম প্রজনন কর্মকর্তা মোকাররম হোসেন, এনএটিপি সম্প্রসারন কর্মকর্তা ডা. মনোরঞ্জন দাস, এলডিডিপি সম্প্রসারন কর্মকর্তা ডা.পলি শারমিন সহ বিভাগীয় অন্যান্য কর্মচারী এবং পিপিইপিপি প্রকল্পের সহকারী টেকনিক্যাল অফিসার যথাক্রমে সাজু খান ও রেজবুল মুক্তাদির অংশ গ্রহন করেন।