এনএনআর (পীরগঞ্জ,ঠাকুরগাঁও):: পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা ‘দৈনিক মানব কণ্ঠ’ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ প্রতিনিধি আব্দুল লতিফ লিটু এবং প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি নূরন নবী রানা, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বিল্পব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রোজী আকতার, ভোরের কাগজ প্রতিনিধি দেলওয়ার হোসেন দুলাল সরকার, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, হরিপুরের সাংবাদিক জয়নুল আবেদিন, আহত সাংবাদিক লিমনের মা লাকী বেগম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা প্রমূখ। সমাবেশে সাংবাদিকরা বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আল্টিমেটাম সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানানো হয়। এতে ঠাকুরগাঁও সদর সহ পাঁচ উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।