অনন্যা রেহমান,ঠাকুরগাও::
সমতল ভুমিতে অনগ্রসর খুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্স্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) কতৃক নির্বাচিত সুফলভোগীদের মাঝে প্যাকেজভিত্তিক অনুদান বিতরন অনুষ্ঠান ৩০ মার্চ পীরগঞ্জ ভেটেরিনারী হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রনজিৎ চন্দ্র সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশাররফ, ভেটেরিনারী সার্জন ডা.মো.সোহেল রানা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সুফলভোগী কালালা টুডু, তাবিদা মার্ডি প্রমুখ। এ প্রকল্পের আওতায় উপজেলার ৫৮২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্যাকেজভিত্তিক অনুদান বিরনের অংশ হিসেবে ১২১ টি পরিবারের মাঝে ২৪১ টি ভেড়া বিতরন করা হয়।
বিতরনকৃত ভেড়াগুলোর খাদ্য চিকিৎসা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রাণিসম্পদ বিভাগ পালন করছেন। ১ জোড়া ভেড়া পেয়ে খুশি কালারা টুডু বলেন, আমাদের রুটি রুজি সহ উন্নয়নের জন্য সরকারীভাবে এই অনুদান আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
উপজেলা উত্তর বড়বাড়ী, দক্ষিন বড়বাড়ী, গেওরাডাঙ্গী, বাশপাড়া, রিলিয়াম পাড়া, জাবরেপাড়া, পডোটোলা, মাধবপুর, জগন্নাথপুর, গিলাবাড়ি, আজলাবাদ, নওপাড়া, দস্তপুর, পারভবানীপুর, দানাজপুর,পাড়িয়া, চকবানসুদেবপুর, মল্লিকপুর,বাশগাড়া, জনগাঁও ও চোপড়াবাড়ী গ্রাম থেকে এই ১২১ টি পরিবারকে নির্বাচিত করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা বলেন পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকেই তাদের পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকেই করা হবে।