রানীশংকৈল প্রতিনিধিঃ-
অবহেলাজনিত সিজারিয়ানের কারনে এক প্রসূতীর মৃত্যুর অভিযোগে ঠাকুরগায়ের রানীশংকৈলে এক চিকিৎসককে ঘেড়াও করে মৃতার স্বজনরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বন্দর শান্তা কমিউনিটি সেন্টারের সামনে। এ সময় থানা পুলিশ খবর পেয়ে চিকিৎসক আবুল কাশেমকে থানায় নিয়ে আসে। ডাঃ আবুল কাশেম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার।
সম্প্রতি উপজেলার সিটি ক্লিনিকে হরিপুর উপজেলার বহতি গ্রামের জমির উদ্দীনের স্ত্রী দুলালী বেগমের সিজার অপারেশন করেন ডাঃ আবুল কাশেম। সিজার করার পর থেকেই গুরতর অসুস্থ বোধ করেন দুলালী। এমন সমস্যা থাকা অবস্থায় সিজারের পাচদিন পরে ক্লিনিক কৃর্তপক্ষ রোগীটেকে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।
দুলালীর ভাই মাজহারুল জানান,এরপর থেকেই পাতলা পায়খানা ও পেট ব্যাথা শুরু হয়। এমন অবস্থায় ক্লিনিক কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা হাসপাতালে ভর্তি করতে বলে। পরে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করালে এখানকার চিকিৎসক দিনাজপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার(১৯ এপ্রিল) সকালে মৃত্যু বরন করেন।
মৃত নারীর ভাই মাজহারুল বলেন,সেখানকার চিকিৎসক আমাদের জানিয়েছে অপারেশনের সময় অপারেশনের ক্ষতস্থান ঠিকমত ওয়াশ না করায় ইনফেকশন হওয়ায় রোগীটির এ অবস্থা তাই আমরা বাধ্য হয়ে তাকে আটক করেছি। পরে থানা পুলিশের হস্তক্ষেপে আগামী সোমবার সমাধানের লক্ষে বসা হবে বলে জানান মৃত নারীর এ ভাই। পরে থানা পুলিশের প্রটেকশনে থানা চত্তর থেকে ডাঃ আবুল কাশেমকে তার বহনকৃত প্রাইভেটকার সহ বের হতে দেখা যায়।
তবে এ ব্যপারে রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, এ বিষয়ে থানা পুলিশের কোন বক্তব্য নাই।
সংবাদ শিরোনাম
রানীশংকৈলে অবহেলাজনিত সিজারিয়ানে প্রসূতি’র মৃত্যু চিকিৎসক ঘেড়াও
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- ১১৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ