আজম রেহমান,সারাদিন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ধান ক্ষেতে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বিজিবি জানান। বিজিবি দাবি করেন, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। নিহত ব্যক্তির বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামে। তিনি মৃত মাইদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাবুল। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।
তিনি আরও জানান, ৫ জুন ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ ফেন্সিডিল ও ১ বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ২ টার দিকে বিজিবি অভিযান চালানোর চেষ্টা করলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ধান ক্ষেতের কাছে পৌছালে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশিয় অস্ত্র নিয়ে বিজিবিকে আক্রমণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি করে। গুরলবর্ষনের ঘটনায় ঘটনাস্থলে মারা যায় মনিরুল ইসলাম বাবুল।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
- ৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ