মোস্তাফিজুর রহমান সজীব | ৬ জুন ২০১৯, বৃহস্পতিবার::
সমুদ্র। শব্দটি মনে হলেই নোনা জলের বড় বড় ঢেউ আছড়ে পরে মনের ভেতর। যেন ঢেউয়ের পানি নেমে যাবার সময় সাথে নিয়ে যায় ব্যস্ত জীবনের সব ক্লান্তি। বেশ আগে থেকেই পহেলা বৈশাখের ছুটি ঢাকার বাইরে কাটানো নিয়ে পরিকল্পনা আঁটছিলাম আমরা অনেকে মিলে। ভিন্ন ভিন্ন ক্যারিয়ারের মানুষ এক সাথে হলে যা হয়। সময়ে সময়ে পরিকল্পনার বদল। কখনো চা বাগান তো কখনো পাহাড়। এভাবেই শেষমেশ গন্তব্য বিশাল সমুদ্র সাগর কন্যা কুয়াকাটা।