পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঃ সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জায়গাজমির জের ধরে নুরেশ চন্দ্র রায় ছেচানু (৭৩) নামে এক হিন্দু সংখ্যালঘুর উপর হামলা করেছে স্থানীয় প্রভাবশালীরা। বর্তমানে তিনি পীরগঞ্জ হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছেন।
এ বিষয়ে গত সোমবার সন্ধায় নুরেশ চন্দ্র রায়ের ছেলে তিলক চন্দ্র রায় বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে ও তিলক চন্দ্র রায় জানান, সোমবার বিকালে আমাদের পৈত্তিক সম্পত্তিতে আবুল হাসেম, আব্দুল করিম, শামসুল হক নিজস্ব পাওয়ার ট্রিলার দিয়ে হাল চাষ শুরু করলে তাতে আমরা বাধা দিলে আসামীরা দলবদ্ধ হয়ে লোহার রড, রাম দা, ধারালো ছোড়া দিয়ে আমার স্ত্রী আলো বালা ও আমার বাবাকে মারপিট করে। আমরা বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি আছি।
বর্তমানে সংখ্যালঘু হিন্দু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান এলাকাবাসীরা। এলাকাবাসীরা আরও বলেন,করিম,হাসিম,শামসুল গংরা প্রভাবশালী হওয়ায় তারা নিজ বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করা হবে।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বৃদ্ধ সংখ্যালঘুর উপর হামলা, ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- ১০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ