সারাদিন ডেস্ক::৫ জানুয়ারী রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডের কাজীর বাড়ীতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ রেজিষ্ট্রি কালে কাজী ও নবালিকা কনেকে আটক করে ইউএনও মো. রেজাউল করিম, কাজী মো. আব্দুল মোত্তাল্লেব কে ১ম বারের অপরাধ হিসেবে ৫ হাজার টাকা জরিমানা আদায় সহ আজীবনের জন্য মুচলেকা আদায় করেছেন।
জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে শহরের গুয়াগাঁও গ্রামের জনৈক শরিফুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা সাবনুর(১৬)কে শহরের রঘুনাথপুর মৌজার রুহুল আমিনের পুত্র মোমিনুল হক (২১)’র সাথে বিবাহ রেজিষ্ট্রির উদ্দেশ্যে পৌরসভার ১ নং মিত্রবাটি ওয়ার্ডের নবনিযুক্ত কাজী মো. আব্দুল মোত্তাল্লেব এর বাসভবনে নেয়া হয়। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম পুলিশ ফোর্স নিয়ে কাজীর ৪ নং ওয়ার্ডের বাসভবনে উপস্থিত হয়ে বিয়ের বৈঠক থেকে কাজী মোত্তাল্লেব ও নাবালিকা কন্যা সাবনুর কে আটক করে থানায় নিয়ে যান। এ সময় বিবাহের মুন্সি গুয়াগাঁও গ্রামের মৃত কবেজ আলীর পুত্র মো.রমজান আলী(৫৫) বিয়ের সরকারী রেজিষ্ট্রার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রাত ১১ টায় পীরগঞ্জ থানায় ওসি’র কক্ষে উপস্থিত স্বাক্ষ্য প্রমান ও দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর কখনো এমন ঘটনার পূনরাবৃত্তি হবেনা মর্মে মুচলেকা দেয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রেজাউল করিম ১ম বারের অপরাধ বিবেচনায় কাজী মো.আব্দুল মোত্তাল্লেবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে আদালতের কার্যক্রম শেষ করা হয়। এ সময় নারী নির্যাতন প্রতিরোধ কল্যান সোসাইটির স্থানীয় শাখার সভাপতি এ্যাড.আজম রেহমান, সাধারন সম্পাদক সমাজ-সেবায় রংপুর বিভাগের সেরা জয়িতা নাহিদ পারভিন রিপা সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।