ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::
১১ এপ্রিল উপজেলা মেডিকেল টিম করোনা আক্রান্ত সন্দেহে জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এতে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিষ্ট্যান্ট হাফিজ উদ্দিন জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পীরগঞ্জে আসা ১২ জনকে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। তাদের মধ্যে ৭ জন জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় শুক্রবার বিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, তাদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি শহরের রঘুনাথপুর এলাকায় হওয়ায় তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা। সে মোতাবেক পরবর্তি ব্যবস্থা গৃহিত হবে।
সংবাদ শিরোনাম
করোনা আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- ৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ