সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৫ । এ সময় রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ ওই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা)’র নেতৃত্বে র্যাবের একটি টিম উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও মাদকদ্রব্য বিক্রির নগদ ২৬ হাজার ১৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় র্যাব মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী রুহুল আমিন পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।