নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:: মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিসহ ৩ মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ । শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, রাণীশংকৈল থানার এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে লুৎফর রহমানের মেয়ে মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত ববিতাকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি মাদক মামলার একটিতে তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং অপর এক মামলায় ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল এবং দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল।
অপরদিকে গ্রেফতারী পরোয়ানা থাকায় রাণীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে বানু শেখরকে এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের ছেলে মাসুদকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।