ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ঠাকুরগাঁওয়ের ৪৬ সাংবাদিক

আজম রেহমান:: সাংবাদিকদের অনুদান প্রদানের ধারাবাহিকতায় ২য় দফায় ঠাকুরগাঁও জেলার ৪৬ জন সাংবাদিক ২১ জানুয়ারী প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন। শনিবার দুপুরে অনাড়ম¦র এক অনুষ্ঠানে প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংিবাদিকদের অনুদানের চেক তুলে দেন ঠাকুরগাও-১ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম স্বপন, মোশারুল ইসলাম, খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. সলেমান আলী, সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। অনুদান প্রাপ্তরা হলেন, প্রবীন সাংবাদিক শাহিন ফেরদৌস (ইন্ডিপেন্ডেন্ট), গোলাম সারোয়ার সম্রাট (নয়া দিগন্ত), আব্দুল লতিফ (ইউএনবি), ফজলে ইমাম বুলবুল(বৈশাখী নিউজ), নুরে আলম শাহ, আহসান হাবীব, বিধান দত্ত, মাহামুদুল হাসান বাপ্পি, শাকিল আহম্মেদ, নাহিদ রেজা,প্রশান্ত রায়, কামরুল ইসলাম (সকালের সময়), মাহিন হোসেন, সাদ্দাম হোসেন (আজকের পত্রিকা), আরিফুজ্জামান আরিফ(বিজনেস বাংলাদেশ),সোহেল রনা, আলআমিন, এমদাদূল হক ভুট্টো (জিটিভি), মেহেদী হাসান, ইয়াসমিন রেহমান অনন্যা (দৈ.আজকের বিজনেস বাংলাদেশ), মামুনুর রশীদ মিন্টু (বিজয় টিভি), সাইদুর রহমান মানিক (দৈ.গণমুক্তি),মো.নুরূন্নবী রানা (দৈ.আজকের পত্রিকা), আজিজুল হক(দৈ.আজকের প্রত্যাশা) ও আব্দুল আলিম(দৈ.আমার সংবাদ), আব্দুল কাদের জিলানী, হাসিনুর রহমান (মুক্তকলম), এমএ সামাদ ( ঢাকা পোষ্ট), ইলিয়াস আলী, জানে আলম শেখ (আমার সংবাদ), মশিউর রহমান (আমাদের সময়), এসএম নুরুল ইসলাম(ভোরের কাগজ), রুবেল রানা, আলামিন ইসলাম, রেজানুল ইসলাম মিলন, আল মামুন জীবন(আজকের পত্রিকা), জয় মোহন্ত অলক(বাংলা টিভি), জিয়াউর রহমান বকুল(সময় টিভি), আব্দুল লতিফ লিটু (বাংলাদেশ প্রতিদিন) ও নূর আফতাব রুপম(নিউএজ)। অনুদানপ্রাপ্তদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ১২ জন এবং ২৮ জন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সদস্য। মোট ৭১ টি আবেদনের মধ্য হতে ২য় দফায় এই ৪৬ জনের অনুদান বরাদ্দ পাওয়া যায়। পরবর্তীতে অবশিষ্ট আবেদন কারীদের আবেদন বিবেচনা করা হবে বলে প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সভায় জানান। অনুদানপ্রাপ্তরা জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক বলে জানা গেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ঠাকুরগাঁওয়ের ৪৬ সাংবাদিক

আপডেট টাইম ০৫:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

আজম রেহমান:: সাংবাদিকদের অনুদান প্রদানের ধারাবাহিকতায় ২য় দফায় ঠাকুরগাঁও জেলার ৪৬ জন সাংবাদিক ২১ জানুয়ারী প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন। শনিবার দুপুরে অনাড়ম¦র এক অনুষ্ঠানে প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংিবাদিকদের অনুদানের চেক তুলে দেন ঠাকুরগাও-১ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম স্বপন, মোশারুল ইসলাম, খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. সলেমান আলী, সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। অনুদান প্রাপ্তরা হলেন, প্রবীন সাংবাদিক শাহিন ফেরদৌস (ইন্ডিপেন্ডেন্ট), গোলাম সারোয়ার সম্রাট (নয়া দিগন্ত), আব্দুল লতিফ (ইউএনবি), ফজলে ইমাম বুলবুল(বৈশাখী নিউজ), নুরে আলম শাহ, আহসান হাবীব, বিধান দত্ত, মাহামুদুল হাসান বাপ্পি, শাকিল আহম্মেদ, নাহিদ রেজা,প্রশান্ত রায়, কামরুল ইসলাম (সকালের সময়), মাহিন হোসেন, সাদ্দাম হোসেন (আজকের পত্রিকা), আরিফুজ্জামান আরিফ(বিজনেস বাংলাদেশ),সোহেল রনা, আলআমিন, এমদাদূল হক ভুট্টো (জিটিভি), মেহেদী হাসান, ইয়াসমিন রেহমান অনন্যা (দৈ.আজকের বিজনেস বাংলাদেশ), মামুনুর রশীদ মিন্টু (বিজয় টিভি), সাইদুর রহমান মানিক (দৈ.গণমুক্তি),মো.নুরূন্নবী রানা (দৈ.আজকের পত্রিকা), আজিজুল হক(দৈ.আজকের প্রত্যাশা) ও আব্দুল আলিম(দৈ.আমার সংবাদ), আব্দুল কাদের জিলানী, হাসিনুর রহমান (মুক্তকলম), এমএ সামাদ ( ঢাকা পোষ্ট), ইলিয়াস আলী, জানে আলম শেখ (আমার সংবাদ), মশিউর রহমান (আমাদের সময়), এসএম নুরুল ইসলাম(ভোরের কাগজ), রুবেল রানা, আলামিন ইসলাম, রেজানুল ইসলাম মিলন, আল মামুন জীবন(আজকের পত্রিকা), জয় মোহন্ত অলক(বাংলা টিভি), জিয়াউর রহমান বকুল(সময় টিভি), আব্দুল লতিফ লিটু (বাংলাদেশ প্রতিদিন) ও নূর আফতাব রুপম(নিউএজ)। অনুদানপ্রাপ্তদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ১২ জন এবং ২৮ জন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সদস্য। মোট ৭১ টি আবেদনের মধ্য হতে ২য় দফায় এই ৪৬ জনের অনুদান বরাদ্দ পাওয়া যায়। পরবর্তীতে অবশিষ্ট আবেদন কারীদের আবেদন বিবেচনা করা হবে বলে প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সভায় জানান। অনুদানপ্রাপ্তরা জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক বলে জানা গেছে।