ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

নির্দেশনা দিয়েছি, যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করবো না

স্টাফ রিপোর্টার:: যে দেশ স্যাংশন বা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কেনাকাটা না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে সংস্থা জঙ্গি দমনে সফল হয়েছে সেই সংস্থার প্রতি স্যাংশন। এটা কেমন কথা। এ কারণে আমি সংশ্লিষ্টদের বলেছি, যারা এমন স্যাংশন দেবে তাদের সঙ্গে কেনাকাটা আমরা করবো না।
সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী অন্য এক অনুষ্ঠানে বলেছিলেন, যারা স্যাংশন দেবে তাদের পণ্য বাংলাদেশ কিনবে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন রেখে বলা হয়, এমন উদ্যোগে কোনো ভয় আছে কিনা? জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কেনাকাটা করবো না। আমি এমন নির্দেশনা দিয়েছি। সারা বিশ্বে যেখানে মূল্যস্ফিতির কারণে মানুষ ভুগছে। সুপারশপগুলো খালি। মানুষের পণ্য কেনার সীমা নির্ধারণ করে দেয়া হচ্ছে। সেখানে আমাদের অবস্থা অনেক ভাল আছে। আমাদের দু:শ্চিন্তার কী আছে। কথা নাই, বার্তা নাই আমাদের স্যাংশনের ভয় দেখাবে। ভয়ের কী আছে!সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী এই তিন দেশ সফরের বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেন।

নদী রক্ষার বিষয়ে সরকার কী উদ্যোগ নিয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতোগুলো নদী, খাল এবং পুকুর উদ্ধার করা সম্ভব তা সরকার করেছে। এটা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। নদী রক্ষা এবং নদী খননের কাজও সরকার করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র সফরের সময়  বিশ্বব্যাংকের সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পদ্মা সেতুর পেইনটিং উপহার দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যে ভাল পেইন্টার আছে তা জানানোর জন্য এটি নিয়ে গিয়েছিলাম। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হলো পদ্মা সেতু। এজন্য এই পেইনটিং নিয়ে যাই।

ডলার সংকট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলার সংকট সমগ্র বিশ্বে আছে। করোনার অতিমারির সময় আমদানি রপ্তানি বন্ধ ছিল। এজন্য আমাদের ভাল রিজার্ভ ছিল। অর্থনীতি উন্মুক্ত হওয়ার পর ডলারের সংকট তৈরি হয়। আর আমরা যখন ক্ষমতায় আসি তখন কতো ছিল ডলারের রিজার্ভ? এখন যা আছে তাতে কোনো সংকট হবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

নির্দেশনা দিয়েছি, যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করবো না

আপডেট টাইম ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

স্টাফ রিপোর্টার:: যে দেশ স্যাংশন বা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কেনাকাটা না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে সংস্থা জঙ্গি দমনে সফল হয়েছে সেই সংস্থার প্রতি স্যাংশন। এটা কেমন কথা। এ কারণে আমি সংশ্লিষ্টদের বলেছি, যারা এমন স্যাংশন দেবে তাদের সঙ্গে কেনাকাটা আমরা করবো না।
সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী অন্য এক অনুষ্ঠানে বলেছিলেন, যারা স্যাংশন দেবে তাদের পণ্য বাংলাদেশ কিনবে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন রেখে বলা হয়, এমন উদ্যোগে কোনো ভয় আছে কিনা? জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কেনাকাটা করবো না। আমি এমন নির্দেশনা দিয়েছি। সারা বিশ্বে যেখানে মূল্যস্ফিতির কারণে মানুষ ভুগছে। সুপারশপগুলো খালি। মানুষের পণ্য কেনার সীমা নির্ধারণ করে দেয়া হচ্ছে। সেখানে আমাদের অবস্থা অনেক ভাল আছে। আমাদের দু:শ্চিন্তার কী আছে। কথা নাই, বার্তা নাই আমাদের স্যাংশনের ভয় দেখাবে। ভয়ের কী আছে!সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী এই তিন দেশ সফরের বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেন।

নদী রক্ষার বিষয়ে সরকার কী উদ্যোগ নিয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতোগুলো নদী, খাল এবং পুকুর উদ্ধার করা সম্ভব তা সরকার করেছে। এটা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। নদী রক্ষা এবং নদী খননের কাজও সরকার করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র সফরের সময়  বিশ্বব্যাংকের সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পদ্মা সেতুর পেইনটিং উপহার দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যে ভাল পেইন্টার আছে তা জানানোর জন্য এটি নিয়ে গিয়েছিলাম। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হলো পদ্মা সেতু। এজন্য এই পেইনটিং নিয়ে যাই।

ডলার সংকট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলার সংকট সমগ্র বিশ্বে আছে। করোনার অতিমারির সময় আমদানি রপ্তানি বন্ধ ছিল। এজন্য আমাদের ভাল রিজার্ভ ছিল। অর্থনীতি উন্মুক্ত হওয়ার পর ডলারের সংকট তৈরি হয়। আর আমরা যখন ক্ষমতায় আসি তখন কতো ছিল ডলারের রিজার্ভ? এখন যা আছে তাতে কোনো সংকট হবে না।