পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ পীরগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান বদরুল হুদাকে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
২৪ সেপ্টেম্বর দুপুরে কলেজের অধ্যক্ষর কার্যালয়ে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে এ ফুলের শুভেচ্ছা জানা হয়।
বদরুল হুদা অধ্যাপক হিসেবে পীরগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পীরগঞ্জের শহীদ বুদ্ধিজীবি ডাঃ সুজাউদ্দীনের আহমদ এর কনিষ্ঠ পুত্র। ১৬তম বি.সি.এস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পীরগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ- ২ শাখা এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়নের আদেশ দেয়া হয়। সোমবার পীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু,সহ-সভাপতি ওয়াহিদ , সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম,যুগ্ন সম্পাদক রেজভী ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইফতি,রিপন, সাগর সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।