আজম রেহমান::ঠাকুৃরগাঁও রোড রেল স্টেশনে টিকিট কেনা-বেচাকে কেন্দ্র করে স্টেশন কর্তৃপক্ষের হামলায় অন্তত ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সহকারী স্টেশন মাস্টার রেহানুল রহমান ও কুলী সর্দার আলী হোসেনকে আটক করে। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল অবধি ঠাকুরগাঁওয়ের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষর্শী ও পুলিশ জানায়, দুপুরে জেলা জজের নাজির বিল্লাল হোসেন ঢাকায় যাওয়ার জন্য ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে টিকিট কাটতে যায়। এনিয়ে সহকারী ষ্টেশন মাস্টার ও কুলীদের সাথে বাকতিবন্ডা হয়। পরে বিল্লাল হোসেনের আরো ৪/৫জন সহকর্মী স্টেশনে যায়। এসময় রেল কর্তৃপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে ৫জন যাত্রী আহত হয় বলে অভিযোগ ওঠে। এঘটনায় পুলিশ সহকারী স্টেশন মাস্টারসহ দুজনকে আটক করে। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাঞ্চন এক্সপ্রেসটি সিগনাল না পেয়ে গন্তব্য স্থলে যেতে পরেনি। ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে পড়ে আছে। অন্যদিকে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে কোন ট্রেনও আসতে পারেনি। এতে বিপাকে পরেছে যাত্রীরা। যেতে পারছেনা গন্তব্যস্থলে। যাত্রীরা দ্রæত এ সংকটের সমাধান চান।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, দ্রæত ঘটনার নিরসনের চেষ্টা করা হচ্ছে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও রেলওয়ে ষ্টেশনে টিকিট কাটা নিয়ে হামলায় আহত-৫, ষ্টেশনমাষ্টার ও কুলিসর্দার আটক,ঠাকুরগাঁও’র সাথে রেলযোগাযোগ বন্ধ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
- ৯৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ