মনোনীতদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পর মনোনীতদের হাতে প্রত্যায়নের চিঠি তুলে দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যায়নপত্রও জমা দিতে হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরে এই প্রত্যায়নপত্র যারা জমা দেবেন, কেবল তারাই নৌকার প্রার্থী বিবেচিত হবেন।
রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি বিতরণ শুরু হয়। ৩০০ আসনের মধ্যে এদিন ‘২৩০টির মত’ আসনে আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেওয়া হচ্ছে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।নিজের মনোনয়নের চিঠি নেওয়ার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সাভপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ আনুষ্ঠানিকভাবে আগামীকাল মনোনীতদের তালিকা ঘোষণা করা হবে।”
বিভিন্ন আসনে মনোনীতরা সকাল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে এসে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করছেন।
চিঠি পেয়েছেন যারা শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), এনামুল হক শামীম (শরীয়তপুর-২),মুজিবুল হক (কুমিল্লা-১১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইঞ্জিনিয়ার এনামুল হক (রাজশাহী-৪), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), মাহবুব আরা গিনি (গাইবান্ধা-২), ডা. এনামুর রহমান (ঢাকা-১৯), মতিয়া চৌধুরী (শেরপুর-২), ড. অাব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫), এবিএম ফজলে করিম (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), অায়েন উদ্দিন (রাজশাহী-৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), জুনাইদ অাহমেদ পলক (নাটোর-৩), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), শামসুল হক টুকু (পাবনা-১), এ কে এম শাহজাহান কামাল (লক্ষীপুর-৩), শরিফুল ইসলাম শিমুল (নাটোর-২) তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪) ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), নূর ই আলম চৌধুরী (মাদারীপুর-১), নজরুল ইসলাম বাবু, (নারায়ণগঞ্জ-২), রণজিত কুমার রায় (যশোর-৪), অালী অাজগর টগর (চুয়াডাঙ্গা-২), র অা ম ওবায়দুল মুকতাদির (ব্রাহ্মণবাড়িয়া-৩), জিল্লুর হাকিম (রাজবাড়ি-২), সৈয়দ অাশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), অাতিউর রহমান অাতিক (শেরপুর-১)। |
জোটগতভাবে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, আসনের দাবিতে কম গুরুত্ব দিয়েই আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি।বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি সমঝোতার ভিত্তিতে আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই অংশ নিয়েছিল।২০০৮ সালে ২৭টি আসন জয়ী জাতীয় পার্টি এখন সংসদে আসন ৩৪টি। একাদশ সংসদ নির্বাচনে অন্তত ৪০টি আসন আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি পেতে চায় বলে দলটির নেতাদের কথায় আভাস মিলেছিল।অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে আসছেন, সব মিলিয়ে শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হতে পারে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর; কার্যত তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে।
2313
Shares