ইয়াসমিন রেহমান অনন্যা,পীরগঞ্জ(ঠাকুরগাও):: জেলার পীরগঞ্জ থানা পুলিশের এক আভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস টার্পেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে মঙ্গলবার রাতে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রতন চন্দ্র রায়ের এর নেতৃত্বে, এসআই ওয়ারেসুল মিরাজ, এসআই সজল বসাক ও ফোর্স উপজেলার ভোমরাদহ সরদারপাড়ার একটি ইউক্লিপটাস বাগানের ভিতরে অবৈধ মাদকদ্রব্য টার্পেন্টাডল বিক্রয়কালে পুলিশের আভিযানিক দলটি ২ মাদক কারবারী যথাক্রমে ১. সবুজ রানা(২৩) পিতা মো: এমদাদুল হক, গ্রাম-ভোমরাদহ গাজীপাড়া ও ২. মো: সাগর(২৭), পিতা আব্দুল কাদের, গ্রাম-ভোমরাদহ সরদারপাড়াকে, অভিযান চালিয়ে ৪০ পিস টার্পেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা সহ আটক করা হয়েছে। এ ব্যাপারে আটক ২ জনের বিরুদ্ধে এসআই রতন চন্দ্র রায় বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করেছে। মামলা নং ৩৮ তারিখ ৩০.০৪.২৪ইং।
সংবাদ শিরোনাম
৪০ পিস টার্পেন্টাডল সহ ২ মাদক ব্যবসায়ী আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- ৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ