আজম রেহমান::মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বুধবার বিকাল ৩টার দিকে গুলশানে অধিকার কার্যালয় দেখতে এসে এ আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও কানাডার দূতাবাসের কর্মকর্তারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন।
অধিকার সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত তাদের কাছে আদিলুর রহমান খান ও অধিকারের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। কেন ও কীভাবে আদিলুর আটক হলেন, সে সম্পর্কেও তারা জানতে চেয়েছেন।
প্রসঙ্গত, রাজধানীর গুলশান থেকে ১০ আগস্ট রাতে আদিলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।