আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: সরকার ঘোষিত দরে ঠাকুরগাঁও সদর উপজেলার গরিব কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আকচা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কৃষক জয়নাল আবেদীনের বাড়ি গিয়ে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় ওই কৃষকের কাছ থেকে পরীক্ষা করে ১ মেট্রিক টন বোরো ধান ২৬ টাকা দরে সংগ্রহ করেন।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে কৃষকদের কাছে ১৮ শ’ ৫৭ মেট্রিক টন ধান ও ৬ হাজার ৬শ ১৯ গম কেনা শুরু হয়েছে । আর মিল মালিকদের কাছে ৩০ হাজার ৬শ’ ১৯ মেট্রিক টন চাল কিনবে সরকার । ধানের মূল্য ধরা হয়েছে ২৬ টাকা কেজি, গম ২৮ টাকা ও চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা প্রতি কেজি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,প্রান্তিক কৃষকরা যাতে মধ্যসত্বভোগীদের খপ্পরে না পড়ে, সে জন্য সরাসরি তাদের ধান গমের সরকারের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত না হয় সে দিক বিবেচনা করে এবারে সরাসরি প্রান্তিক কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান, গম সংগ্রহ অভিযান চালানো হচ্ছে।
এর আগে সদর উপজেলার খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো , ইউএনও আব্দুল্লাহ আল মামুন, কৃষকলীগ নেতা সরকার আলাউদ্দিন প্রমুখ ।
সংবাদ শিরোনাম
কৃষকের বাড়িতে ধান কিনলেন ঠাকুরগাঁও ইউএনও
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১০:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
- ৮০ বার
Tag :