আজম রেহমান,ঠাকুরগাঁও:: ২৩ জুন দুপুরের দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের দু:সাহসি অভিযানে পীরগঞ্জ থানার অফিসার্স কোয়ার্টার থেকে ২ হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সহ থানার এসআই হেলাল উদ্দিন ও ঝাড়ুদার মানিক কে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ দল দুপুর ২ টার দিকে পীরগঞ্জ থানা সংলগ্ন এসআই হেলাল উদ্দিনের সরকারী কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, অজ্ঞাত পরিমান ফেন্সিডিল ও ২ কেজি গাজা সহ এসআই হেলাল ও তার অপকর্মের সহযোগী ঝাড়ুদার মানিককে আটক করে। এ ব্যাপারে পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মোস্তাফিজার রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দলটি অভিযান চালায় এবং ইয়াবা , ফেন্সিডিল ও গাজা সহ ঐ এসআই ও ঝাড়ুদারকে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক হেলাল উদ্দিনের বাড়ী নওগা জেলায় ও ঝাড়ুদার মানিক এর বাড়ী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় বলে জানা গেছে।এদিকে ইয়াবার পরিমান নিয়ে বিভ্রান্তি দেখা দিলে সন্ধায় এক প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ইয়াবার পরিমান ৮ হাজার বলে উল্লেখ করেন।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, পাঁচ দিন আগে পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী গোরস্তান থেকে মাদক ব্যবসায়ী আকিমুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এসআই হেলাল প্রামানিক তাদের ইয়াবা ফেন্সিডিল ও গাজা সাপ্লাই করে থাকেন। সেদিন থেকেই হেলালের উপর নজরদাবিরী শুরু করে ডিবি।
রোববার দুপুরে কক্সবাজার থেকে ফিরে পীরগঞ্জ উপজেলার নিজের সরকারী বাসভবনে প্রবেশ করেন এসআই হেলাল উদ্দীন প্রমাণিক ও তার সহযোগী মানিক আলী। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় এবং ইয়াবা, ফেন্সিডিল ও গাজা উদ্ধার করে এবং এসআই হেলাল প্রামানিক ও ঝাড়ুদার মানিককে আটক করে পীরগঞ্জ থানায় নিয়ে যান। সেখানে সার্কেল এএসপি সাংবাদিকদের কাছে ইয়াবা সহ ২ জনকে আটকের কথা জানান এবং বিস্তারিত তথ্য পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানান। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের কাজ চলছিল বলে জানান পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ।