অনলাইন রিপোর্টার ॥ ছেলেধরা গুজব নিয়ে প্রথমে লন্ডন থেকে পোস্ট দেওয়া হয় এবং পরে তা এখানকার কিছু বিএনপি-জামায়াত নেতাকর্মী মনিটরিং করে সারাদেশে ছড়িয়ে দেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ছেলেধরা গুজবের হোতা লন্ডনে বসে আছে। সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে। আর সেটার ডালপালা গজিয়ে ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
শনিবার (২৭ জুলাই) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নূরজাহান ক্লাবের মাঠে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘ছেলেধরা গুজবে অনেক নিরীহ মানুষকে পিঠিয়ে হত্যা করা হয়েছে; যা অত্যন্ত ন্যাক্কারজনক। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হত্যা মামলার আসামি হিসেবে সবার বিচার হবে। শুধু মানুষ হত্যাকারীদের বিচার নয়; গুজব যারা রটিয়েছে, তারাও সমভাবে দোষী। তাদের বিরুদ্ধেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি উম্মাদের মতো আচরণ করছে। তাদের যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ সাংবাদিক সম্মেলন করে বলেছেন, মশার কামড়ের জন্যও নাকি আওয়ামী লীগ দায়ী। এরকম হাস্যকর বক্তব্যই প্রমাণ করে, তারা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া।’
নৌকায় সবাইকে নেবো না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। কিন্তু নৌকায় আমরা সবাইকে নেবো না। আমাদের নৌকা ইতোমধ্যে ভরে গেছে। যারা পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চান, তাদের নেওয়া যাবে না। নেতৃত্বের আসনে তাদেরই বসাতে হবে, যারা দলের দুঃসময়ে বুকে পাথর বেঁধে আওয়ামী লীগ করেছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মলনের প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাবেক রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল।