সারাদিন ডেস্ক: মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মাথায় হেলমেট ব্যবহার করে থাকে। হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চড়লে জরিমানার সম্মুখীন হতে হয় চালককে।
আর তাই এবার মামলা থেকে ‘রেহাই পেতে’ ঢাকার রাস্তায় এক আরোহীকে প্লাস্টিকের ঝুড়ি মাথায় দেখা গেছে।
সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করেছে জুভেলিন বাইকারস নামের একটি পেজ। আর এই ছবির ক্যাপশন ছিলো, সত্যি! সত্যি কী এটা সম্ভব।
তবে আমরা অনেকেই এখনো নিম্ন মানের হেলমেট ব্যবহার করি। কেননা সবাই ভাবি, ট্রাফিক পুলিশের মামলা থেকে বাঁচতে পারলেই চলে। কখনো আমরা চিন্তা করি না টাকা বাঁচাতে গিয়ে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি না তো?
আমরা কখনো এটা চিন্তা করি না মোটরসাইকেলে কোন দুর্ঘটনা হলে এই হেলমেটই আমাদের প্রাণ বাঁচাতে পারে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।