আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে গাছের সঙ্গে নৈশ কোচের ধাক্কায় এক নারীর মৃত্যু হয় এবং আহত হয় প্রায় ২২ জন। অন্যদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় ছোট খোচাবাড়ী এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। নিহত শেফালী বেগম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাগান এলাকার মফিজুর রহমানের স্ত্রী।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মফিদার রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ বিজিবি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে একজন নারী নিহত ও অন্তত ২২ জন আহত হয়। অন্যদিকে বেলা সাড়ে ১১টায় ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার কাজ চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।