ষ্টাফ রিপোর্টার :: সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশ ও র্যালীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়।
প্রথমে র্যালীটি পীরগঞ্জ থানা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, সহকারী কমিশনার ভূমি এন এম ইসফাকুল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজা, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেল বিষ্ণুপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল প্রসাদ রায়,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা জানান, পীরগঞ্জ থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।