আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের হাতে ১ বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। রোববার মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী বিওপি’র চড়ইগেদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাংলাদেশি নাগরিক মোঃ দুলাল (৩০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক এসএমএন সামিউন্নবী চৌধুরি জানান, রোববার মধ্যরাতে ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৭৯/৮-এস এর নিকট দিয়ে ৩/৪ জন বাংলাদেশী চোরাকারবারীরা অসৎ উদ্দ্যেশে অবৈধভাবে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে এ ঘটনা ঘটে । ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লা ক্যাম্পের টহল দল অনুপ্রবেশকারীদেরকে দেখতে পেয়ে তাদের উদ্দেশ্যে ফায়ার করলে বাংলাদেশী নাগরিক মোঃ দুলাল (৩০) গুলিবিদ্ধ হয়, দুলালের ডান কাঁধের নিচে গুলি লাগা অবস্থায় সে পালিয়ে আসতে সক্ষম হয়। দুলাল বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকার বড় চড়ুইগতি গ্রামের সবরাতু মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়,সংবাদ পেয়ে অত্র ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে একটি টহল দল ঘটনাস্থলে গমন করলে ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হলে রোববার দুপুরে বেউড়ঝাড়ী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আব্দুস সালাম এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন এসি আমরেন্দার ঝা। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকের উপর ফায়ার করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বড়বিল্লা কোম্পানী কমান্ডার ফায়ারের কথা অস্বীকার কওে বলেন কিছু বাংলাদেশী নাগরিক চোরাচালানী করতে অসৎ উদ্দেশ্যে রাতের আধারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কোন নাগরিককে বিএসএফ কর্তৃক আটক করতে পারেনি।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে ১ বাংলাদেশি গুলিবিদ্ধ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- ১০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ