আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার পাঁচ দিন পরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার এক যুবকের মরদেহ ফেরত দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান এসব তথ্য জানান।
নিহত শ্রীকান্ত শিং(৩২ ) হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কালচা গ্রামের খেলোরাম শিং এর ছেলে , তিনি পেশায় ছিলেন দিনমজুর। নিহত শ্রীকান্ত শিং এর পিতা সরি খেলোরাম শিং জানিয়েছিলেন, গত ২০ ডিসেম্বর রাত ১০ টায় তিনি কাজের সন্ধানে ভারতের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে রওনা হন।ভারতীয় সীমান্তে প্রবেশের সময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা শ্রীকান্ত রায়কে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলিতে ঘটনাস্থলেই শ্রীকান্ত নিহত হন।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী জানান, নানা আইনী জটিলতায় লাশ ফেরত দিতে দেরি হয় বলে বিএসএফ বিজিবিকে জানায়।