আজম রেহমান, ঠাকুরগাঁ::ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনাভাইরাসের প্রভাব পড়াতে বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ, হতদরিদ্র ও দুঃস্থরা। অসহায় এ মানুষগুলোর স্বাভাবিক জীবনযাপন যেন এক অসহায়ত্বের, তারা না পারছে শ্রম বিক্রি করতে,না পারছে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হতে। চরম এ দূর্যোগ মুহূর্তে এ সব অসহায় মানুষদের কথা চিন্তা মাথায় রেখে পাশে দাড়িয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও রাজনৈতিক নেতারাও। ঠিক এ সময়ে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করে ওয়ালটন প্লাজা পীরগঞ্জ এর পক্ষ থেকে সোমবার বিতরন করা হয়েছে ত্রাণ সামগ্রী।
ওয়ালটন প্লাজা পীরগঞ্জ এর ম্যানেজার নাসির উদ্দিন তার নিজস্ব কর্মীদৈর মাধ্যমে প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা তৈরী করে কয়েক দিনের জন্য চাল,ডাল লবন তেল পেয়াজ আলু ও সাবান সম্মিলিত একটি করে প্যাকেট অর্ধশতাধিক পরিবারের হাতে তুলে দেন। ত্রাণ সামগ্রী বিতরন কালে ওয়ালটন প্লাজার মনোয়ার হোসাইন, রেজাউনুল হক, আরাফাত হোসেন, আসাদুজ্জামান সহ এজেন্ট, ডিলার, সেলস অফিসার গন উপস্তিত ছিলেন।