আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা :: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টার রিপোর্টে নতুন ৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন সদর, ১ জন বালিয়াডাঙ্গী ও ১ জন হরিপুর উপজেলার।
বৃহষ্পতিবার ৭ মে রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, আজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই ৩ জনের করোনা সনাক্ত হওয়ার তথ্য আসে , যান্ত্রিক গোলোযোগের দরুন আজ রিপোর্ট আসতে কিছুটা দেরি হয়।
তিনি আরও বলেন, এ নিয়ে পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ২৪ জনে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে একজনসহ প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়। পরে ১৭ এপ্রিল রাণীশংকৈলে এক শিশু ও হরিপুরে একজন সনাক্ত হয়। এর পর ১৮ এপ্রিল আবারো রাণীশংকৈলে একজন সনাক্ত হয়। ২১ এপ্রিল সদরে একজন নারী সনাক্ত হয়। ২৬ এপ্রিল বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে গাজীপুরে গার্মেন্টস এ চাকুরী করা ২৭ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়। ২৭ এপ্রিল জেলার হরিপুরে ৩ জন, পীরগঞ্জে ২ জন ও বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট ৬ জন করোনা রোগী সনাক্ত হয়। ২৮ এপ্রিল হরিপুরে নতুন করে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়। ৩০ এপ্রিল নতুন করে পীরগঞ্জে এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। গত ২ মে হরিপুরে ২ জন ও বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট ৩জন আক্রান্ত হয়। গত ৫ মে বালিয়াডাঙ্গীতে একজন ও সদর উপজেলার গড়েয়া গোপালপুরের এক কয়েদি আক্রান্ত হন। সর্বশেষ ৭ মে ১ জন ঠাকুুরগাঁও সদর, ১ জন বালিয়াডাঙ্গী ও ১ জন হরিপুর উপজেলায় আক্রান্তসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জনে। তবে এরমধ্যে পাঁচজন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, সর্বমোট প্রেরিত ৭৫৬ জনের নমুনা পরীক্ষার পর ৬৬২ জনের ফলাফল পাওয়া যায়, এর মধ্যে ৬৩৮ জনের নেগেটিভ এবং সর্বশেষ রিপোর্ট সহ মোট ২৪ জন পজেটিভ সনাক্ত হন।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আরো ৩ জনের করোনা সনাক্ত,মোট আক্রান্ত-২৪
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- ১০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ