ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবি’র ট্রাকসেলে গ্রাহকদের উপচেপরা ভীড়,বরাদ্দ অপ্রতুল

আজম রেহমান,ঠাকুরগাঁও ::করোনা মহামারীর দুর্যোগপূর্ন সময়ে সরকারী উদ্যোগের অংশ হিসেবে সাধারন মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য পৌছে দেবার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় টিসিবি’র ট্রাক সেলে গ্রাহক সাধারনের উপচেপড়া ভীড়ে স্থানীয় সংসদ সদস্য সহ উপস্থিত ব্যাক্তিবর্গরা হতবাক হয়েছেন।
জানা যায় ১০ মে বিকেলে পৌরশহরের প্রিয়াঙ্কা মোড়ে পীরগঞ্জ উপজেলা ডিলার ওমর ফারুক ট্রেড এন্ড ট্রেডিংয়ের ট্রাক সেলের পরিবহনটি থেকে স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের মাধ্যমে ন্যয্যমূল্যে পন্য বিক্রি শুরু করলে মুহুত্বের মধ্যে শ’শ’ গ্রাহক পন্য ক্রয়ের জন্য হুমরি খেয়ে পড়ে। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে বিব্রতবোধ করেন সংসদ সদস্য এবং ট্রাক নিয়ে চলে যেতে বলেন। দীর্ঘদিন পরে নতুন ডিলার নিয়োগ হওয়ায় এলাকার গ্রাহকদের মধ্যে উদ্দিপনা ও পন্য ক্রয়ের আগ্রহ সৃষ্টি হয়। ৯ মে ডিলারের নিজস্ব গুদামে ও ও পৌর শহরে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন হওয়ার পর থেকেই বরাদ্দকৃত পন্য বিক্রি হতে থাকে কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ কম হওয়ায় ব্যাপক ভাবে পন্য সরবরাহ করা সম্ভব হচ্ছেনা বলে জানান ডিলার ওমর ফারুক। এদিকে ট্রাক সেলে পন্য না পেয়ে গুযাগাও মোড়ে স্থানীয় কয়েকজন যুবক ট্রাক আটক করে ট্রাকের লুকিং গ্লাস খুলে নিয়েছে বলে জানা যায়।
নবনিযুক্ত ডিলার ওমর ফারুক জানান পীরগঞ্জ একটি বড় উপজেলা। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫শ কেজি চিনি, ২ হাজার লিটার সয়াবিন তেল ও ১শ’ কেজি মশুরডাল বরাদ্দ পাওয়া গেছে যা চাহিদার তুলনায় অপ্রতুল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

টিসিবি’র ট্রাকসেলে গ্রাহকদের উপচেপরা ভীড়,বরাদ্দ অপ্রতুল

আপডেট টাইম ০৮:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

আজম রেহমান,ঠাকুরগাঁও ::করোনা মহামারীর দুর্যোগপূর্ন সময়ে সরকারী উদ্যোগের অংশ হিসেবে সাধারন মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য পৌছে দেবার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় টিসিবি’র ট্রাক সেলে গ্রাহক সাধারনের উপচেপড়া ভীড়ে স্থানীয় সংসদ সদস্য সহ উপস্থিত ব্যাক্তিবর্গরা হতবাক হয়েছেন।
জানা যায় ১০ মে বিকেলে পৌরশহরের প্রিয়াঙ্কা মোড়ে পীরগঞ্জ উপজেলা ডিলার ওমর ফারুক ট্রেড এন্ড ট্রেডিংয়ের ট্রাক সেলের পরিবহনটি থেকে স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের মাধ্যমে ন্যয্যমূল্যে পন্য বিক্রি শুরু করলে মুহুত্বের মধ্যে শ’শ’ গ্রাহক পন্য ক্রয়ের জন্য হুমরি খেয়ে পড়ে। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে বিব্রতবোধ করেন সংসদ সদস্য এবং ট্রাক নিয়ে চলে যেতে বলেন। দীর্ঘদিন পরে নতুন ডিলার নিয়োগ হওয়ায় এলাকার গ্রাহকদের মধ্যে উদ্দিপনা ও পন্য ক্রয়ের আগ্রহ সৃষ্টি হয়। ৯ মে ডিলারের নিজস্ব গুদামে ও ও পৌর শহরে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন হওয়ার পর থেকেই বরাদ্দকৃত পন্য বিক্রি হতে থাকে কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ কম হওয়ায় ব্যাপক ভাবে পন্য সরবরাহ করা সম্ভব হচ্ছেনা বলে জানান ডিলার ওমর ফারুক। এদিকে ট্রাক সেলে পন্য না পেয়ে গুযাগাও মোড়ে স্থানীয় কয়েকজন যুবক ট্রাক আটক করে ট্রাকের লুকিং গ্লাস খুলে নিয়েছে বলে জানা যায়।
নবনিযুক্ত ডিলার ওমর ফারুক জানান পীরগঞ্জ একটি বড় উপজেলা। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫শ কেজি চিনি, ২ হাজার লিটার সয়াবিন তেল ও ১শ’ কেজি মশুরডাল বরাদ্দ পাওয়া গেছে যা চাহিদার তুলনায় অপ্রতুল।