রানীশংকৈল প্রতিনিধি::জেলার রাণীশংকৈলে বৃহস্পতিবার নিজ শয়ন ঘরেই বিষধর সাপের কামড়ে এক শিশু শিক্ষার্র্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সাপে কেটে মারা যাওয়া ওই শিক্ষার্র্থী হলেন, উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফরিদা(১১)। সে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে হঠাৎ শয়ন ঘর থেকে চিৎকার দেয় ফরিদা। তার চিৎকারে পরিবারে সকলে ঘুম থেকে উঠে তার কাছে গেলে সে জানায় তাকে সাপে কেটেছে। এতে ফরিদা শারীরিকভাবে দূর্বল
হয়ে পড়লে তাকে দ্রুত পরিবহন যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পর ভোর চারটায় ফরিদা মারা যায়।
বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্মন বৃহস্পতিবার সাপে কেটে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।