আজম রেহমান:: পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত প্রায় ১১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিকতার শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাইসাইকেল নিয়ে মাঠে ময়দানে তথ্য সংগ্রহ করে বেরিয়েছেন। মফস্বল সাংবাদিকতায় তাঁর অবদান ও স্মৃতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রেসক্লাব নির্মান করতে গিয়ে তিনি মামলা ও জেল জুলুমের শিকার হয়েছিলেন। এরশাদ শাসনামলে তার একনিষ্ট সাংবাদিকতার কারনে সরকারের পক্ষ থেকে তাকে সরকারী চাকুরীর প্রস্তাব দেয়া হলেও তিনি তা উপেক্সা করেন এবং সাংবাদিকতাকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। কিন্তু সাংবাদিকতায় তিনি পুরোপুরি সফলতা না পাওয়ায় শেষ জীবনে নিদারুন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছিলেন। সাংবাদিক আব্দুর রহমান ভাইয়ের মৃত্যুতে আমরা শোতাহত। উপজেলা প্রেসক্লাব পীরগঞ্জ এর পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।