ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে স্বামী খোরশেদ নিজেই তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে খোরশেদ পরিস্থিতি সামাল দিতে নিজের সিদ্ধান্তে স্ত্রীকে প্রেমিক আনোয়ারের সঙ্গে দিয়ে দেন।
গড়েয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, তামান্না ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেরই জানা ছিল, তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু গতকাল সোমবার রাতে খোরশেদ তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং নিজের সিদ্ধান্তে তাদের বিয়ে দিয়ে দেন।
জানা গেছে, ওই দম্পতির একটি সন্তান রয়েছে। সে বর্তমানে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করছে।