আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। ঢাকায় অবস্থিত ৩টি গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র (আয়নাঘর) পরিদর্শনে গিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, শেখ হাসিনা সরকার কয়েক হাজার গুমের শিকার ব্যক্তিকে আয়নাঘরে রাখা হয়েছিল। তাদের কয়েকজনকে আট থেকে ৯ বছর বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা নিজেই গুম ও বিচারবহির্ভুত হত্যার নির্দেশ দিয়েছেন বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।
এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। গত ২৯ জানুয়ারি কমিশনের সচিব আশিকুল খবির প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানান।
চিঠিতে বলা হয়েছে, পরিদর্শনের সময় স্থাপনা শনাক্ত করাসহ গুমের ঘটনার সব তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সঙ্গে রাখা আবশ্যক। পরিদর্শনের সময় ভুক্তভোগীদের সঙ্গে না রাখলে তাদের আইনগত অধিকার ক্ষুণ্ণ হবে বলে মত দিয়েছিলেন তারা।