আজম রেহমান,সারাদিন ডেস্ক::২১ মার্চ সন্ধায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন থাকা পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির মৃত্যু হলে স্থানীয়দের উদ্যোগে জন ওয়ারিশ না থাকা ঐ ব্যাক্তির লাশ পাশ্ববর্তী পীরডাঙ্গী গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর আগে ঐ ব্যাক্তি গত আড়াইমাস যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জনৈক চিকন আলী নামক এক ব্যাক্তি এই বেওয়ারিশ অসুস্থ ব্যাক্তির সেবা শুশ্ম্রষা করে আসছিলেন। ২১ মার্চ সন্ধায় তার মৃত্যুর খবর পেয়ে উৎপজেলা নির্বাহী অফিসার এডাব্লিউএম রায়হান শাহ তার খোজ নিতে হাসপাতালে যান এবং প্রয়োজনীয় সৎকারের জন্য নির্দেশ দেন। পরে উপ-সহকারী কৃষি অফিসার মন্জুরুল আলমের নেতৃত্বে অনলাইন প্রেসক্লাব সভাপতি আজম রেহমান, সহ,সভাপতি জিল্লুর রহমান জুয়েল, হুমায়ুন কবীর, ল্যাব টেকনোলজিষ্ট হাফিজ, চিকন আলী, রবিউল সহ স্থানীয়রা মৃত ব্যাক্তির গোসল ও দাফন-কাফনের আয়োজন করলে রাত সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও পীরডাঙ্গী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মৌ.মো. আব্দুন নূর এর ইমামতিতে পীরগঞ্জ হাসপাতাল ক্যাম্পাসে নামাজে জানাজা শেষে পাশ্ববর্তী সরকারী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে মধ্যরাতে বেওয়ারিশ লাশ দাফন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- ৯৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ