আজম রেহমান,সারাদিন ডেস্ক:: জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ রোববার এক মিনিট অন্ধকারে থাকবে দেশ। এক মিনিটের এই ব্ল্যাক-আউট কর্মসূচিতে আজ রাত নয়টা থেকে এক মিনিট সারাদেশ অন্ধকারে থাকবে।
এ সময়ে সব ধরনের বাতি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
এর আগে গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২৫ মার্চের বর্বরতায় নিহতদের স্মরণে ২০১৭ সাল থেকে এই দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।